মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির (জিএম কাদের) সাংগঠনিক সম্পাদক ও সখিপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা’র নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বিএনপি ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এড. আহমেদ আযম খানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।শুক্রবার সকাল দশটায় সখিপুর প্রেসক্লাবে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোতালেব হোসেন মাস্টার, ফরমান আলী মাস্টার, সম্পাদক শফিকুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন সভাপতি মোয়াজ্জেম হোসেন, যাদবপুর ইউনিয়ন সভাপতি মুসলিম উদ্দিন খান,বহুরিয়া ইউনিয়ন সভাপতি শামসুল ইসলাম খান, হাতীবান্ধা ইউনিয়ন সভাপতি আব্দুল জলিল, কাকড়াজান ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলামসহ উপজেলা জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় যুব সমাজের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, উপজেলা কৃষকদল সভাপতি মো: বিল্লাল হোসেন, সখিপুর প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

