আব্দুল্লাহ আল মারুফ।। কক্সবাজার অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক সন্ত্রাসী দমন অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।৩০ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে চিহ্নিত সন্ত্রাসী বদিউল আলমকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল বলে জানা গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে স্থানীয় শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১০ রাউন্ড কার্তুজ, ১৪৯ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করে।উদ্ধারকৃত সব দ্রব্যসামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

