নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে হাবিয়া খাতুন কমপ্লেক্ম নামক একটি বাণিজ্যিক ভবন নিয়ে মালিক পক্ষ ও ভাড়াটিয়ার মাঝে ঝামেলা সৃষ্টি হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উভয় পক্ষ। গত বুধবার ও বৃহস্পতিবার প্রথমে ভাড়াটিয়া ও পরে মালিক পক্ষ ক্রমান্বয়ে সংবাদ সম্মেলন করেন।এসময় ভাড়াটিয়া পক্ষে মোহাম্মদ আজিজ বলেন, মূলত ভবন ভাড়া নিয়ে আমরা কোন হোটেল বা রেষ্টুরেন্ট করিনি। আমরা একটি সেবামূলক প্রতিষ্ঠান হাসপাতাল করেছি৷ মালিক পক্ষের সাথে ছিল কথা মেয়াদ শেষ হলে পূণরায় মেয়াদ নবায়নের সুযোগ দিবেন। কিন্তু তারা সেটা না করে হাসপাতাল উচ্ছেদ করে দিতে চাচ্ছেন।তিনি আরো বলেন, হাসপাতালের প্রবেশ পথে বালু এবং ইট ফেলে রেখেছেন। ফলে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, রোগী ও তাদের স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এ বিষয়ে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।অপরদিকে হাবিয়া খাতুন কমপ্লেক্সের মালিক বদিউল আলমের পক্ষে তার বড় ছেলে সাইফুল আলম বলেন, আমার পিতা ক্রয়কৃত জমির উপর তার ব্যক্তিগত অর্থায়নে হাবিয়া খাতুন কমপ্লেক্স নামে একটি ভবন নির্মাণ করেন। পরে তিনি ২০১৬ সালে ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত বিভিন্ন শর্ত সাপেক্ষে ১০ বছরের জন্য স্থানীয় ওচমান আলী, শহিদুল ইসলাম বাবর ও আজিজুল হক নাম তিন ব্যক্তিকে ভাড়া দেন। ভাড়ার চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ পূর্ণ হলেও তারা এখনো পর্যন্ত ভবনটি ফিরিয়ে দিচ্ছেন না।তিনি আরো বলেন, ভাড়াটিয়া পক্ষ বর্তমানে ভবনটি জোরপূর্বক দখল করে রেখেছেন এবং উল্টো আমাদের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টা ও অভিযোগ দায়ের করে হয়রানি করে যাচ্ছেন। আমরা এই ভবনটি ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।সংবাদ সম্মেলনে উভয় পক্ষের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

