আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ জানুয়ারি) চাটখিল উপজেলা শহর ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়ম বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে এসব জরিমানা আরোপ করা হয়।এসময় চিকিৎসকের উপস্থিতি ছাড়া অনভিজ্ঞ লোক দিয়ে থেরাপি দেওয়ার দায়ে ইবনে সিনা ফিজিওথেরাপিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে ইউনিক বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

