এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এঘটনা ঘটেছে।প্রবাসী জাকের হোসেন সুদূর আবুধাবিতে অবস্থান করছেন। ঘরে তার স্ত্রী ও বৃদ্ধ মা আর বাবা থাকেন।তিনি জানান, দুর্বৃত্তরা মই দিয়ে পাকা ভবনের সিঁড়ি ঘর দিয়ে ভেতরে প্রবেশ করেছে। এরপর তার ঘুমিয়ে থাকা বৃদ্ধ পিতা আবদুল হাশেম (৬০) ও মা সিরাজ খাতুনকে (৫৫) মারধর করে আহত করে। তবে তার স্ত্রীর রুমের দরজা ভেঙে ঢুকতে পারেনি দুর্বৃত্তরা।বিষয়টি প্রবাসে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পান প্রবাসী জাকের হোসেন। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত একটি ফুটেজে দেখা যায় তিনজন যুবক লোহার রড ও দা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে। তারা বিছানায় ঘুমিয়ে থাকা বৃদ্ধ আবদুল হাশেমকে তুলে লোহার রড ও দা দিয়ে আঘাত করে। অন্য রুমে থাকা বৃদ্ধা সিরাজ খাতুনকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। আহত সিরাজ খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

