মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীর ক্রাইমজোন খ্যাত বায়েজিদ বোস্তামি থানাধীন এলাকায় একের পর এক খুন, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী ও দখলবাজীর ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। এই এলাকা থেকে এবার এক অজ্ঞাত পরিচয় যুবকের খণ্ডিত দেহাংশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগরের রংধনু গলিতে পলিথিন মোড়ানো লাশের খণ্ড-বিখণ্ড এসব অংশ পড়ে থাকা ওই যুবকের দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়। তবে এখনো দেহের অন্যান্য অংশ পাওয়া যায়নি।পুলিশ জানায়, উদ্ধারকৃত দেহাংশগুলোর রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাগ্যাহত যুবকটিকে নৃশংসভাবে হত্যা করে পরে দেহ খণ্ডিত করা হয়েছে।বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আঙুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে নিহত যুবকের পরিচয় সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনি সম্ভবত চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। তবে পরিচয় নিশ্চিত করতে আরও যাচাই-বাছাই চলছে।তবে হত্যার শিকার যুবকের ছবি হাতে এলেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

