সুনামগঞ্জ প্রতিনিধি >>> জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক অনুমোদিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা সদরের আলফাত স্কয়ারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।হাওরবেষ্টিত ও শিক্ষায় পিছিয়ে থাকা তাহিরপুর উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের মনোনীত ও প্রত্যাশী প্রার্থীরা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনস্বার্থ উপেক্ষা করে একটি বিশেষ মহল প্রকল্পটি বাতিল বা স্থান পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে, যা বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ কেড়ে নেবে।সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হক, বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ সহ অন্যান্য বক্তারা অবিলম্বে তাহিরপুরেই প্রকল্পটি বহাল রেখে কাজ শুরু করার দাবি জানান।আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

