ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)পৃথক অভিযান চালিয়ে ১৩হাজার৩শ পিস ইয়াবা সহ ৩জনকে আটক করেন।যার আনুমানিক মূল্য ৪০লাখ টাকা।ডিএনসির সুত্রে জানা যায়,১লা ডিসেম্বর(সোমবার)গোপন সুত্রে খবর পেয়ে পটিয়া মুজাফফর বাদ ডিএনসির কার্য্যলয়ের উপ-পরিদর্শক একে আজাদ উদ্দিন এর নেতৃত্বতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন কমলমুন্সির হাট মেম্বার হোটেল এ্যন্ড রেষ্টুরেন্ট সামনে মোহাম্মদ শাহ(৪০)র দেহ তল্লাশি করে ৫হাজার৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তার পিতার নাম সিদ্দিক আহমেদ ৩০নভেম্বর(রোববার)চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে মুজাফফর বাদ কলেজের বিপরীতে অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা সহ আবদুর মাজেদ(৩৬)নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।তার পিতার নাম মৃত আবু বক্কর।উভয়ে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ০৭ নং শরণার্থী।১লা ডিসেম্বর কমলমুন্সির হাটস্হ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে মোহাম্মদ আতিকুর রহমান (৫১)কাছ হতে তল্লাশি করে ৩হাজার ৬শ পিস ইয়াবা সহ তাঁকে গ্রেফতার করে। তার পিতার নাম মোহাম্মদ আকতার মিয়া।সে কিশোর গন্জ জেলার ভৈরব থানার গাজরিয়া ইউনিয়নের বাসিন্দা। ডিএনসির উপ-পরিদর্শক একে আজাদ উদ্দিন ও রুপন কান্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়া মুজাফফর বাদ কার্য্যলয়ের উপ-পরিদর্শক একে আজাদ বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলছে,আগামীতে ও চলবে।ভবিষ্যতে এই অভিযান আরো জোরদার হবে।

