আবদুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের রামুর দক্ষিণ চাকমারকুলে রাতের আধারে দুর্বৃত্তের লাগিয়ে দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল ওই এলাকার নুরুল হকের বাড়ি। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, সুপারি ও ধানসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা ।ঘটনাটি ঘটেছে বুধবার ২৬ নভেম্বর গভীর রাতে রামু দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়াড়ের মোয়াজ্জিনের দ্বিপ এলাকায়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে। ঘটনার বিবরণ ও ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন জানান, কক্সবাজার জেলার রামুর উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২ নং ওয়াড়ের দক্ষিণ চাকমারকুল মোয়াজ্জিনের দ্বিপ এলাকার মৃত আবদুল বারির ছেলে নুরুল হকের সাথে একই এলাকার আবদুছ সালামের ছেলেদের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ২৬ নভেম্বর রাত ২ টা ৩০ মিনিটের সময় পূর্ব শত্রুতার জের ধরে আবদুছ সালামের ছেলে ছৈয়দ হোসেন, মো: হোসেন,আবুল হোসেন,আমির হোসেন ও নুর হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গভীর রাতে আবদুল বারির ছেলে নুরুল হকের বসত বাড়িতে প্রবেশ করে বাড়ির সামনের দরজায় তলাবদ্ধ করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়ে সটকে পড়ে । পরবর্তীতে বাড়ির লোকজন উপরে চালের টিন ভেঙ্গে কোন রকম বেরিয়ে এসে জীবন রক্ষা করেন। এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক রামু ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনেন। ততক্ষণে দুই তলা বাড়ি টি মালামাল সহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে নগদ ৭ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ অলংকার, প্রায় দেড় লাখ টাকার সুপারী,ধান, জায়গাজমির মূল্যবান দলিলপত্র ও জাতীয় পরিচয় পত্রসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গৃহবধূ রোমানা আফাজ। এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে রাতে রামু থানার একদল পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। আগুনে সবকিছু পুড়ে নিঃস্ব হাওয়ায় খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছেন নুরুল হকের পরিবারের সদস্যরা। উল্লেখ, গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ও উক্ত দুর্বৃত্তরা নুরুল হকের গরু রাখার গোয়াল ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে প্রায় সাড়ে তিন লাখ মূল্যের ২ টি গাভী গরু ও ২ টি দামরা গুরু নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির লেকজন। এই ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক উক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন।।

