সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের জামালগঞ্জ টু-সুনামগঞ্জ সড়ক দিয়ে ভীমখালী যাওয়ার পথে একটি বিদ্যুৎতিক খুঁটির সিএনজির সাথে ধাক্কা লে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত এবং চালকসহ ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ১জনকে মৃত ঘোষনা করেন এবং তিনজনকে চিকিৎসা প্রদান করেন।ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক রাত ১২টায়। মৃত ব্যাক্তির নাম মোঃ সৌরব মিয়া(১৫) । তিনি জামলাগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের আমির হোসেনের ছেলে এবং একই গ্রামের আহতরা হলেন আমির হোসেন রায়হান (১৭), রফিক মিয়ার ছেলে কয়েছ মিয়া (২০), এবং জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া (১৭)। নিহত এবং আহতরা সবাই একে অপরের আত্মীয় বলে জানা যায়।হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাতে নিহত ব্যাক্তির বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে নিজ গ্রাম থেকে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্রেশনে পৌছে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন সৌরব ও তার সহোদর সিএনজি চালকসহ তিনজন। এসময় সিএনজি চলক কয়েছ ঘটনাস্থলে গাপলী গ্রামে পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎতের পিলারের সাথে সিএনজির ধাক্কা লেগে এই দূর্ঘনাটি ঘটে।পরবর্তীতে আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালে আসার পর গুরুতর আহত সৌরভ মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন এবং সিএনজি চালকসহ ২ জনকে হাসপতালে ভর্তি করা হয় এবং ১জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ব্যাপারে সদর হাসপতালের কর্তব্যরত ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চত করেন।

