পোরশা নওগাঁ >>> দুর্বৃত্তরা এক আদিবাসীর খড়ের ছাউনি ছোট্ট কুঁড়ে ঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।গতকাল বিকালে ঘটনাটি ছাওড় ইউনিয়নের নোনাহার আদিবাসী পাড়ার শ্রী নরেন কুজুর বাড়িতে ঘটেছে। তিনি বলেন, বাড়িতে আমি ও আমার ভাই রুপেন কুজুর বসবাস করি। সেদিন দুপুরে খাবার খেয়ে সবাই মাঠে জমিতে কাজে গিয়েছিলাম। এ সুযোগে কে বা কাহারা আমাদের ঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে। গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদ পেয়ে বাড়িতে এসে দেখি, ঘরে থাকা প্রায় ৩০ হাজার টাকার জামা কাপড় ও শার্টের পকেটে থাকা ১৫ হাজার টাকা সর্বমোট ৪৫ হাজার টাকা আগুনে পুড়ে আমাদের ক্ষতি করেছে।গত ৩০ বছর ধরে জমি জমার বিরোধের জের ধরে রাস্তাঘাটে আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকা প্রতিপক্ষ মোঃ নুরুজ্জামান (৫০), নূর মোহাম্মদ (৫৫) উভয় পিতা মৃত আব্দুস সাত্তার ও মোঃ নাসিম (২৬) আমাদের জমিতে থাকার সুযোগে সুকৌশলে তাদের বাড়ি থেকে আমাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে আমি সন্দেহ করি। ন্যায় বিচারের স্বার্থে এ ব্যাপারে আমি একটি পোরশা থানায় এজাহার দায়ের করেছি।পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে, এজাহার পেয়েছি মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

