ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়া কচুয়াই ইউনিয়নে দেনার দায়ে কামাল উদ্দিন (২২)নামে এক যুবক আত্মহত্যা করার খবর পাওয়া যায়।স্হানীয় সুত্রে জানা যায়,উপজেলার কচুয়াই ইউনিয়ন ৯নং ওয়ার্ড উত্তর পাড়া গ্রামের জেবর মুল্লুক এর ছেলে কামাল উদ্দিন বাড়ির পাশ্ববর্তী কবর স্হানে ১৯নভেম্বর(বুধবার) দুপুর সাড়ে বারটায় একটি গাছের ডালের সাথে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।কামাল বিয়ে করেছে মাত্র ২মাস হয়েছে।খবর পেয়ে পটিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্হল হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।দেনার দায়ে সে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

