ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের পটিয়া থানার কেলিশহর ইউনিয়নে পাহাড়ে গরু চড়াতে গিয়ে অস্ত্রের মুখে ৮টি গরু নিয়ে যায় অস্ত্র ধারী পাহাড়ি সন্ত্রাসীরা।স্হানীয় সুত্রে জানা যায়, গত১৮ই নভেম্বর (মঙ্গলবার) পটিয়া থানার কেলিশহর ইউনিয়ন ধামাইছড়ি পাহাড়ি এলাকায় রাখাল সৈয়দুল আমিন,কেলীশহর ইউনিয়ন পরিষদের মেম্বার রবিউল হুসাইন কপিলের ৮টি গরু চড়াতে নিয়ে যায়। এমন সময় অস্ত্র ধারী ১০/১২জনের সন্ত্রাসী দলবদ্ধ হয়ে তাকে বেধেঁ গরু গুলি নিয়ে যায়।মোবাইলে তার পরিবারের কাছ থেকে মুক্তি পণ না পেয়ে বেধড়ক মারপিট করে ছেড়ে দেয়।গরুর মালিক মেম্বার রবিউল হুসাইন কপিল বলেন,রাখাল সৈয়দুল আমিনের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানা।সে দীর্ঘদিন ধরে গরুগুলো দেখা শুনা করে আসছে।প্রতিদিনের মত গত মঙ্গলবার গরুগুলো পাহাড়ে চড়াতে নিয়ে গেলে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে গরুগুলো নিয়ে যায়।যার আনুমানিক মূল্য ১৪লাখ টাকা।এ ব্যাপারে পটিয়া থানায় অভিযোগ করলে, পুলিশ পরিদর্শনে আসেন।পটিয়া থানার উপ-পরিদর্শক এস আই আবদুল হান্নান বলেন,পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ৮টি গরু নিয়ে যাবার সংবাদ পাওয়া মাত্র একদল পুলিশ পরিদর্শনে যায়।গরুগুলো উদ্ধারের তৎপরতা চালাচ্ছে পুলিশ।

