আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) উপজেলার কেরানিহাট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,সামছুজ্জামান।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।কেরানিহাট এলাকায় অভিযান চালানোর সময় পিউরিয়া: মেয়াদোত্তীর্ণ রসমালাই, দধি বিক্রি/ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ডাম্পিং করে সংশ্লিষ্ট দাঁড়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ফুলকলি: বিএসটিআই এর মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং কিছু পণ্য লাইসেন্স ব্যতিত বিক্রি করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান বলেন, আমরা কেরানিহাট অভিযান পরিচালনা করেছি। মিষ্টির দোকানে গিয়ে দেখলাম অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর উপায়ে এগুলো সংরক্ষণ করা হয়েছে। কয়েকটি পণ্যে মূল্য তালিকা নেই আর বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন বিহীন কিছু পণ্য লাইসেন্স বিহীন বিক্রি করাতে ফুলকলি কে ৩০ হাজার, পিউরিয়া: মেয়াদোত্তীর্ণ রসমালাই, দধি বিক্রির অপরাধে ৫০ হাজার জরিমানা করা হয়।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

