আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭নভেম্বর)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা নীল রতন দেব,সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন,সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ রশিদ শাহ্,বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব শাহ্ সুজন,উপজেলা রেড জুলাইয়ের আহ্বায়ক মোতালেব হোসেন,বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলা রহমান,অন্যান্য ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।এসময় ইউএনও প্রীতম সাহা দিবস দুটির পৃথক পৃথক তাৎপর্য ও যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্বে করণীয় নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।

