আব্দুল্লাহ আল মারুফ >>> খালেদ মোশারফ ক্ষমতা দখল করেন । খালেদ মোশারফ জিয়াউর রহমানকে বন্দী করলে– জিয়াউর রহমানকে মুক্তির স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল সিপাহী জনতার বিপ্লব। সেই বিপ্লবের হাত ধরে উদিত হয়েছিল বাংলাদেশের নতুন সূর্য জিয়াউর রহমান,এমনটাই মন্তব্য করেছেন বিএনপি’র দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সেফায়েত উল্লাহ্ চক্ষু।শুক্রবার (১৪ নভেম্বর)সাতকানিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপির আহবায়ক প্রার্থী নুরুল আফসারের সভাপতিত্বে ,পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায়,প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু ।এ সময় প্রধান অতিথির বক্তব্য শেফায়েত উল্লাহ চক্ষু বলেন- ৭৪/৭৫ সালের দুর্ভিক্ষ -দূর্নীতি ও বাকশালী সরকার পতনের পর , দোদুল্যমান ,লক্ষ্যহীন – রাষ্ট্রপতি মোস্তাক কে ক্ষমতাচ্যুত করে, খালেদ মোশারফ ক্ষমতা দখল করেন । খালেদ মোশারফ জিয়াউর রহমানকে বন্দী করলে– জিয়াউর রহমানকে মুক্তির স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল সিপাহী জনতার বিপ্লব। সেই বিপ্লবের হাত ধরে উদিত হয়েছিল বাংলাদেশের নতুন সূর্য জিয়াউর রহমান।৭৫ পরবর্তী পটভূমিতে জিয়াউর রহমানের সঠিক নেতৃত্বে রাষ্ট্রের বহু উন্নয়ন , মানবাধিকার, ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়। অনুরূপ ভাবে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে- সামনের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে,তাহাতে বিএনপি ক্ষমতায় আসলে,দেশের ভঙ্গুর অর্থনীতি,প্রশাসনিক বিশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে, শিল্প ও অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে তারেক রহমানকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানকে রাষ্ট্রের সার্বিক শৃঙ্খলা ফিরাতে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে,তাই তিনি সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-এম এ রহিম, পৌরসভা বিএনপি নেতা -আবুল হোসেন, হাজী নাসির উদ্দিন, জেলা যুবদল নেতা – দিদারুল ইসলাম নাজিমুদ্দিন মোর্শেদ.জামাল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলনেতা আবুল হোসেন, মোঃ জামাল, নাজির উদ্দিন বাদশা, তহিদুল ইসলাম,শাহাদাত হোসেন ,জামাল হোসেন , আবুল খায়ের,মোহাম্মদ আব্বাস ,আরমান, মোহাম্মদ আব্দুল্লাহ ,রাজা মিয়া,মুক্তার হোসেন পৌরসভার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

