
নিজস্ব প্রতিবেদক>>>
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর উদ্যোগে ”অ্যারাবেস্ক রেপাটওয়ার অফ মিডিয়েবল ইউরোপীয়ান লিটারেচার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে’২৩ ইং মঙ্গলবার আইআইইউসি’র ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর ডীন ও আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ আল-নদভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ সানাউল্লাহ নদভী বলেন, প্রবন্ধকার ইউরোপীয় সাহিত্য-সংস্কৃতে আরব সাহিত্য-সংস্কৃতির প্রভাব নিয়ে বক্তব্য রেখেছেন। সংশ্লিষ্ট বিষয়ে উনার উল্লেখযোগ্য পান্ডিত্য ও প্রকাশনা রয়েছে । তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে গবেষকরা এবং অনুসন্ধিৎসু পাঠকরা তাঁর উপস্থাপনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হয়েছেন।সেমিনারে প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ আল-নদভী তাঁর প্রবন্ধে আরবের তথা মুসলিম সাহিত্য কলার সাথে ইউরোপের মধ্যযুগের সাহিত্যের মিশ্রণ ও সংশ্লেষন তাঁর বিশ্লেষণধর্মী আলোচনায় তুলে ধরেন। আরব মুসলিম লেখক, দার্শনিক ও সাহিত্যের সুস্পষ্ট প্রভাব পশ্চিমা মননে ব্যাপক বিস্তারের কথা তুলে আনেন তিনি। তিনি বলেন, বহু বিখ্যাত পশ্চিমা সাহিত্যিক, চিন্তাবিদ ও বিজ্ঞানী আরব তথা প্রাচ্যের মুসলিম জ্ঞানমানস দ্বারা প্রভাবিত হন। দান্তে, গ্যাঁতে ও দানিয়েল দিফুর মত ইউরোপীয় সাহিত্যিক তাঁদের সাহিত্যকর্মে মুসলিম ইতিহাস দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন।সেমিনারের সভাপতি ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর ডীন ও আইআইইউসির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির তাঁর স্বাগত বক্তব্যে বিদগ্ধ গবেষক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ আল-নদভীকে ধন্যবাদ জানান ও পরবর্তীতে এধরনের আরও আয়োজন করার আশা ব্যক্ত করেন। আরবি ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন আল-আজহারী ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইউছুফ উদ্দীন খালেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন, আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, সেমিনারের কো-অর্ডিনেটর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, সেমিনারের আহ্বায়ক আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।