আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা >>> চট্টগ্রাম জেলার ভূজপুর থানা এলাকা হতে ৫১ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব।রবিবার (২৬ অক্টোবর) ভূজপুর থানাধীন চিকনছড়া এলাকায় একটি বসত বাড়ীতে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত মোঃ নুরন্নবী (৪৩) চট্টগ্রাম ভূজপুর,উপজেলার চিকনছড়া,এলাকার -মৃত মোস্তফার পুত্র।মোঃ আবুল বাশার (২৭),একই এলাকার -মোঃ আবুল হাশেমের পুত্র। মোঃ আব্দুল করিম (৩০),একই এলাকার -মোঃ আব্দুল রহিম সওদাগর’র পুত্র।আজ চট্টগ্রাম র্যাব -৭ সহকারী পরিচালক (মিডিয়া)এ. আর. এম. মোজাফ্ফর হোসেন’র স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে,কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন চিকনছড়া এলাকায় একটি বসত বাড়ীতে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন চিকনছড়া গ্রামের জনৈক অহিদুর রহমান সওদাগরের বসত ঘরের সামনে এলাকায় পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা আসামী ১। মোঃ নুরন্নবী (৪৩),মোঃ আব্দুল করিম (৩০)কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসবাদ এবং তল্লাশীকালে তাহাদের দেখানো মতে বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচ হতে ৩টি প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে কসটেপ দ্বারা মোড়ানো ৫১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চট্টগ্রাম জেলার ভূজপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

