সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠাল বাড়িয়া স্টেডিয়াম পাড়া থেকে এক সন্তানের পিতা ও তরুণীকে অনৈতিকভাবে মেলামেশা করার সময় আটক করে স্থানীয়রা।(২৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে চারঘাট উপজেলার বালাদিয়ার এলাকার আকবর আলী ছেলে এক সন্তানের পিতা আসিফ (২৫) ও পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের খোরশেদ আলীর মেয়ে মাহিকে পৌরসভার কাঁঠাল বাড়িয়া স্টেডিয়াম পাড়া থেকে স্থানীয় জনতা অনৈতিক মেলামেশার করার সময় আটক করে, নারিকেলের গাছের সঙ্গে দুজনকে বেঁধে রাখে। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে তৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের থেকে ঘটনার বিবরণ শুনে ছেলে ও মেয়ে দুজনকে পুলিশ থানা হেফাজতে নেয়।আসিফ হোসেন বলেন,আমার সাথে মাহির ৫ বছরের ভালোবাসার সম্পর্ক ছিলো,আমি মাহিকে বিয়ে করতে চায়। অথচ এই ছেলে আগের পক্ষে একটি সন্তান ও স্ত্রী রয়েছে।মাহি খাতুন বলেন, আসিফের সাথে আমার প্রেমের সম্পর্ক ৫ বছর থেকে,আমি আজকে এখানে আসিফের ডাকে এসেছি। এর আগেও বিভিন্ন জায়গায় অনেক বার আমাদের সময় কেটেছে । তবে আজকে যেহেতু সবাই আমাদের বিষয়টি জানাজানি হয়ে গেছে তাই আমি সবাইকে যা বলতে চাই আমি আসিফকে বিয়ে করবো এবং সেও আমাকে বিয়ে করবে প্রকাশ্যে বলেছে।এই বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, উভয় পক্ষ থানায় আছে, তারা মামলা করলে আমরা মামলা নেব। অনৈতিক কাজে মেলামেশার জন্য যে স্থানীয়রা জনগণ ধরছে এজন্য কোন শাস্তি হবে কিনা জানতে চাইলে তিনি একই উত্তর দেন তারা মামলা করলে আমরা মামলা নিবো

