নুরুল আবছার চৌধুরী,নিজস্ব প্রতিবেদক >>> ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় গণ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (২৬ অক্টোবর) বিকেলে গণমিছিলটি রাঙ্গুনিয়া স্কুল মাঠ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের কয়েক কিলোমিটার এলাকা এবং উপজেলা কমপ্লেক্স সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের ইছাখালী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে পৃথক ব্যানারে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন এলডিপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি নুরুল আলম।ইছাখালী সদরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম বলেন,খালেদা জিয়ার নেতৃত্বে যে দল বিএনপি, সেই দল এবং জোটের সাথে আমরা আছি। ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে আমি অংশ নিয়েছিলাম। সামনের নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করি। সেই নির্বাচনে রাঙ্গুনিয়াবাসীর পরিস্কার রায়ে নুরুল আলমের নামও সম্পৃক্ত থাকুক, এই কামনা করি।”তিনি আরও বলেন, “আজকের গণমিছিলের মাধ্যমে আমরা রাঙ্গুনিয়াবাসীকে জানান দিলাম, আমরা আছি, আমরা থাকবো, আগামীর নির্বাচনও আমরা করবো৷ সেই নির্বাচনে রাঙ্গুনিয়াবাসীর নির্মোহ, পরিচ্ছন্ন রায়ের অপেক্ষায় আমরা রয়েছি। এলডিপি’র দলীয় মনোনয়ন আমরা পেয়েছি, জোটের মনোনয়নও আমরা পাবো, সেই প্রত্যাশা করছি। আজকের গণমিছিলের মাধ্যমে আপনাদের যে রায় এবং সমর্থন পেলাম তার জন্য কৃতজ্ঞ। আগামী নির্বাচনেও আপনাদের দোয়া ও সমর্থন পাবো সেই প্রত্যাশা করি। আগামী নির্বাচনে সকল বাধা ডিঙ্গিয়ে যেনো বিজয়ী হয়ে রাঙ্গুনিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা করি।”এসময় উপস্থিত ছিলেন উত্তরজেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা এলডিপি’র আহবায়ক ফজলুল কাদের তালুকদার, সদস্য সচিব আহমদ কবির, যুগ্ম আহবায়ক আবু তাহের, জোনাইদুল আলম চৌধুরী প্রমুখ।ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি নুরুল আলম

