নুরুল আবছার চৌধুরী, নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম মিনা গাজী টিলা গ্রামের বাসিন্দারা নিজেদেরকে ঐক্যবদ্ধ এবং পরষ্পর পরষ্পরের সহায়তায় এগিয়ে আসার লক্ষ্যে অরাজনৈতিক সামাজিক সংগঠন গঠন করেছেন এবং নাম দিয়েছেন “শিলক মিনা গাজী টিলা ঐক্য পরিষদ”। এলাকার মাদক-স*ন্ত্রাস-ইভ*টিজিংসহ সামাজিক অ*পরাধ রোধ, মানবিক কর্মকান্ড পরিচালনা এবং একে অন্যের বিপদ একত্রিতভাবে মোকাবেলা করার লক্ষ্যেই এই সংগঠন গঠন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
শনিবার (২৫ অক্টোবর) বিকালে নবগঠিত কমিটির উদ্যোগে স্থানীয় স্কুল প্রাঙ্গনে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব হাবিলদার আহমদ সৈয়দ৷ মো. কামাল ও রবিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ খোকন। অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. জাবেদ হোসেন চৌধুরী, মো. মোকাররম হোসেন চৌধুরী, মো. শওকত তালুকদার, ওয়াহিদুল আলম তালুকদার, নূর নবী মেম্বার, মো. শামীম চৌধুরী, আবু জাফর মোহাম্মদ ফোরকান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার কামাল বাবু, শহীদ হাসান চৌধুরী, মো. জামাল উদ্দিন, মো. এনাম চৌধুরী, নুরুল হক মাস্টার, আবু তালেব মাস্টার, সাহাদাত হোসেন পিনু, বখতেয়ার হোসেন, রবিউল মাস্টার, কামাল উদ্দিন, সেলিম উদ্দিন প্রমুখ। শেষে ৪৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপদেষ্টা জাবেদ হোসেন চৌধুরী। তাদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে এবং সুখেদুখে একে অন্যের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালানোর আহবান জানান বক্তারা।

