সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে প্রায় ৬৪ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আন্তঃজেলা মাদকচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- গোদাগাড়ী থানার দিয়ারমানিকচক মধ্যপাড়া গ্রামের শামসুল আলীল ছেলে আসারুল ওরফে রনি (২১), এবং সিরাজগঞ্জ সদর উপজেলার রেলকলোনী এলাকার মৃত লিয়াকত আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০)।,রবিবার সকালে র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল জানতে পারে, আসামিরা হেরোইন নিয়ে শিরোইল এলাকায় অবস্থান করছে। এরপর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। এ সময় আসারুলের কাছে থাকা একটি নষ্ট প্রিন্টারের বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারের ভেতর অভিনব কায়দায় লুকানো ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।র্যাব জানায়, জাহানারা বেগম সিরাজগঞ্জের বাসিন্দা হলেও পূর্বে একাধিকবার রাজশাহী এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় ডেলিভারি দিতেন। অপরদিকে, আসারুলের বাড়ি গোদাগাড়ীর দুর্গম চরে হওয়ায় সে সীমান্তবর্তী এলাকা থেকে সহজে হেরোইন সংগ্রহ করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করত।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদকচক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ করত।উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে একটি প্রিন্টার ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।র্যাব জানায়, দেশে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

