এম ইদ্রিস ইমন, মোরেলগঞ্জে (বাগেরহাট):>>>
বাগেরহাটের মোরেলগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। ৩০মে মঙ্গলবার বেলা ১০টার দিকে সোনাখালী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমাবেশ ও মানববন্ধন করেন।স্থানীয় সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা, পিকে মোহাসিনিয়া আলিম মাদরাসা, ১৭ নং সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাখালী শিশু শিক্ষা নিকেতনের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও স্থনীয় অভিভাবকেরা এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।মানববন্ধনে বক্তৃতা করেন, নির্যাতিতা ছাত্রীর মা রশিদা বেগম, প্রধান শিক্ষক মো. সোলায়মান ফরাজী, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক মইনুল হক শিকদার, ওবায়দুর রহমান রিমন, খলিলুর রহমান শিকদার, তালুকদার মো. রিয়াজুল ইসলাম, শিক্ষার্থী সাইরি আক্তার, মেহেবুবা আক্তার, নুরানী আয়শা ও সাদিয়া আকতার।বক্তারা, গ্রেফতার হওয়া পিঞ্জুর অপর দুই সহযোগীকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও নির্যাতিতা ছাত্রীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।“শিক্ষার্থী সামিয়া আক্তার, মেহেবুবা আক্তার, নূরানী আয়শা বলেন, পিঞ্জু বাহিনীর সহযোগীর গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান। এ রকম ঘটনা আর কারো সাথে যেন না ঘটে। আমরা শিক্ষার পরিবেশ ফিরে পেতে চাই”।উল্লেখ্য, গত শনিবার ভোররাতে পঞ্চকরণ গ্রামে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু হাওলাদার। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ পিঞ্জুকে গ্রেফতার করেছে।