
এস এম মিজান,সুনামগঞ্জ >>> ডোপ টেস্ট ছাড়া কাউকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।বুধবার (২২ অক্টোবর) ‘নিরাপদ সড়ক দিবস-২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, মাদকাসক্ত চালকদের হাতে গাড়ি তুলে দেওয়া মানে জনগণের জীবনের ঝুঁকি বাড়ানো। তাই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা দরকার।মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নিরাপদ সড়ক কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায়,বিআরটিএ সুনামগঞ্জের সহকারী পরিচালক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সহ-সভাপতি ওবায়দুল হক মিলন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া, জেলা ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুদ্দিন।বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো ট্রাফিক আইন অমান্য, অদক্ষ ও অপ্রশিক্ষিত চালক, হেলমেটসহ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করা এবং যানবাহনের ত্রুটিপূর্ণ অবস্থা।বিআরটিএ সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬২ জন এবং আহত হয়েছেন আরও ৬৫ জন। এই পরিসংখ্যানকে “উদ্বেগজনক” হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।আলোচনা সভায় পরিবহন মালিক, শ্রমিক, বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়ার আহ্বান জানান।জেলা প্রশাসক ড ইলিয়াস মিয়া বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ভেঙে দেয়। এজন্য আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনগণের সচেতনতা বাড়ানো জরুরি।