
আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ফলস ছাদ ভেঙে পড়ে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত হেলাল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার কামাল উদ্দিনের পুত্র।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নির্মাণাধীন ভবনটি ছয় তলা বৈশিষ্ট্য । হেলাল উদ্দিন ওই ভবনের চতুর্থ তলায় কাজ করতে ছিলেন।এ সময় পাঁচতলার বারান্দার অংশের ছাদ ভেঙে তাঁর মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, তৎকালীন খবর পেয়ে আমরা নির্মাণাধীন বহুতল ভবনে গিয়ে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার কাজ সম্পন্ন করি। তবে ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসে তার মৃত্যু হয় বলে ধারণা করা যাচ্ছে। মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।