
সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫” উপলক্ষ্যে আজ সোমবার (২০ অক্টোবর) রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মিশনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনটি উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি মুন্ডুমালা মিশন চত্বর থেকে বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাঈমা খান। তিনি তাঁর বক্তব্যে বলেন,“গ্রামীণ নারীরাই বাংলাদেশের উন্নয়নের মেরুদণ্ড। নারী শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর আত্মনির্ভরতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব হাবিবা খাতুন। তিনি নারীর অধিকার, সুরক্ষা ও সরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের তাৎপর্য নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয় এবং শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত “আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস” প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হলেও তানোরে দিনটি পালিত হলো অনুপ্রেরণার এক উৎসবে, যেখানে গ্রামীণ নারীর ভূমিকা ও অর্জনকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়।