
জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের লোহাগড়ায় জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক দল এনপিপির পক্ষ থেকে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি সোমবার ২০ অক্টোবর দুপুরে পৌরসভার কুন্দসী চৌরাস্তা থেকে শত শত নেতা কর্মী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনপিপি চেয়ারম্যান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্ময়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের বাড়ির সামনে এসে শেষ হয়। মিছিলে শ্লোগান ছিলো তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন। খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নড়াইল জেলার এনপিপির সহসভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলার এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান, বিএনপির নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান,বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদিকা সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুছা মোল্যা,এনপিপির মহিলা নেত্রী ববিতা কাজি, এনপিপি নেতা কাজি লোটাস,গোলাম কিবরিয়া,মহিলা নেত্রী পলি খানম,লাকি বেগম প্রমুখ।বক্তরা বলেন নমিনেশন আমরা যেই পাই না কেন আমরা সকলে ধানের শীষে ভোট দিবো। আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। আমরা মানুষের কাছে যেয়ে তারেক রহমানের ৩১ দফা জানাব এবং ধানের শীষের ভোট প্রার্থনা করবো।