
মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর টাংগাইল প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়াকে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। গত মাসের আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পরিচালনা করে জেলা পুলিশ সুপার (এসপি) শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন। এ অনুষ্ঠানে সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূইয়াকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। গত সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন,মামলার আসামিৃ গ্রেফতারসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন পর্যালোচনা করে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়।ওসি আবুল কালাম ভূইয়া বলেন, থানায় কর্মরত সকলের সার্বিক সহযোগিতায় এ শ্রেষ্ঠত্ব। ভবিষ্যতে সকলের সহযোগিতায় এই উপজেলার আইন-শৃঙ্খলাকে আরো সুন্দর রাখতে চাই।