
লোহাগড়া প্রতিনিধি নড়াইল >>> নড়াইলে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা অধ্যাুশিত কোলা উত্তর পাড়া গ্রামের কোলা টু নোয়াপাড়া রাস্তা টির বেহাল দশা।লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন কোলা গ্রামে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধার বসবাস এই গ্রামে। এই গ্রামের বুক চিরে লক্ষীপাশা টু মহাজন সড়ক অবস্থিত কিন্তু বড় পরিতাপের বিষয় হলো কোলা উত্তর পাড়া থেকে নোয়াপাড়া গামী যে রাস্তাটি গিয়েছে আজ পর্যন্ত কোন উন্নয়ন এর ছোয়া লাগে নাই। এই রাস্তা দিয়ে প্রতি দিন হাজার মানুষের চলাচল।চার গ্রামের কৃষকদের ফসল নেওয়ার একমাত্র রাস্তা এটি। আর এই রাস্তা তিন ইউনিয়নের সীমানা জুড়ে অবস্থিত। ১৯৭৮ সালের দিকে এই রাস্তা ইট বিছিয়ে তৈরী করা হয়েছিলো। সেই থেকে আজ অবদি কোন সংস্কার হয় নাই। খানা,খন্দে,ভেংগে চুরে সম্পূর্ণ চলাচলে অনুযোগী হয়ে গিয়েছে।এলাকাবাসী বীর মুক্তি যোদ্ধা আঃ হালিম শেখ, সাহাদত হোসেন, আকবার হোসেন, ছালাম শেখ,হান্নান শেখ, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন, কৃষক ফায়েক হোসেন, নওশের মৃধা, লায়েক হোসেন ও হানেফ সহ অনেকে বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার মানুষের চলাচল। আমাদের এই রাস্তা দিয়ে ফসল বাড়ি আনতে হয়। এই গ্রামে লোহাগড়া উপজেলার সবথেকে বেশি মুক্তি যোদ্ধার বসবাস কিন্ত দেশের শ্রেষ্ঠ সন্তানদের গ্রামের রাস্তা টি আজও উন্নয়নের ছোয়া লাগেনাই বিষয়টি আমাদের কাছে খুবই দুঃখজনক। তাই আমাদের প্রানের দাবী মনের দাবী সংশ্লিষ্ট কতৃপক্ষ অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দ্রুত পদক্ষেপ নিবেন।এঘটনায় লোহাগড়া উপজেলা এলজিইডি ইন্জিনিয়ার কাজি আবু সাঈদ মোঃ জসিমের সাথে দৈনিক আামার সংবাদ পত্রিকা সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপুর সাথে কথা হলে তিনি বলেন এই অর্থ বছরের মধ্যে রাস্তাটি পাকা করনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।