
আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> আন্দোলনকারীরা জানান, আমাদের দাবি একটাই, আরকান সড়ক ছয় লেন চাই। এ সড়কে আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। এই সড়ক আমাদের ভাই-বোনের রক্তে লাল হয়ে যাচ্ছে। এ সড়ক ছয় লেনে উন্নীত করা না হলে পরবর্তীতে আমরা ২৪ ঘণ্টার ব্লকেড কর্মসূচি দিতে প্রস্তুতি নিব।অবরোধের কারণে মহাসড়কে প্রায় ২০ মিনিট যানচলাচল বন্ধ ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান স্থানীয়রা ।অবরোধকারীরা দাবি করে বলেন, দুই লেনের সড়কের কারণে, প্রায়ই দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে তাঁদের। এ ছাড়াও কিছুদিন পরপরই সড়কে দুর্ঘটনা ঘটছে। এতে প্রচুর প্রাণহানি গঠছে । এরপরও সরকার এই সড়কের দিকে নজর দিচ্ছে না। এ কারণে আমরা অবরোধ শুরু করছি।অবরোধকারীদের একজন লোহাগাড়ার স্থানীয় বাসিন্দা তামিম মির্জা জানান ‘দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ছয় লেন করতে হবে। ফিটনেসহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। নাইলে মহাসড়কে দুর্ঘটনার কমবে না।’অবরোধে অংশ নেওয়া লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন বলেন, মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি না মেনে নিলে তাঁরা কঠোর কর্মসূচি নেবেন। দ্রুত সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান,ছয় লেনের দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা তাঁদের দাবি সরকারের উচ্চপর্যায়ে জানাব। তবে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’