
নিজস্ব প্রতিবেদক পানছড়ি, খাগড়াছড়ি >>> খাগড়াছড়ির পানছড়িতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ ঘটনায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ ফাহিম হোসেন কে কুপিয়ে এবং খুর দিয়ে মারাত্মকভাবে জখম করেছে ওই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা।
ঘটনাটি ঘটে বিদ্যালয় চলাকালীন সময়ে। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ রয়েছে, এমন ভয়াবহ ঘটনা ঘটার পরও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রশাসন কোনো ব্যবস্থা নেননি।ভুক্তভোগী পরিবারের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করবেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
—