
আব্দুল্লাহ আল মারুফ (চট্টগ্রাম) চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৪৪ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব। বুধবার ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার৷ দিকে পটিয়া পৌরসভাস্থ মুন্সেফ বাজার কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত মোঃ রনি (৩৮),কুমিল্লা সদর রঘুপুর এলাকার মোঃ জামাল’র পুত্র।মোঃ কামাল (৩৭)একই জেলা চৌদ্দগ্রাম উপজেলার নাটাপাড়া, এলাকার- ফটিক মিয়ার পুত্র।
আজ সকালে ১০ টার দিকে, চট্টগ্রাম র্যাব ৭’র পাঠানো এক সংবাদগুলোতে জানানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপ যোগে মাদকজাতীয় দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত রাতে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন পটিয়া পৌরসভাস্থ মুন্সেফ বাজার কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্টের মাধ্যমে গাড়ী তল্লাসী শুরু করে। এক পর্যায়ে কক্সবাজার গামী নীল রংয়ের একটি প্রিডম পিকআপ আমাদের চেক পোষ্টের দিকে আসতে দেখে,এসময় পিকআপটি কে থামানোর সংকেত দেওয়া হয়। উক্ত পিকআপটি র্যাবের ব্যারিকেডের সামনে থামলে সংগীয় অফিসার ও ফোর্সসহ গাড়ি তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে উক্ত গাড়ির ড্রাইভিং সিটে ও তার পাশে বসা ব্যক্তিদ্বয়ের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের নাম ও ঠিকানা জানতে চাইলে তারা এলোমেলো উত্তর দেয়, আরো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের গাড়ীতে থাকা কাঁচা সবজির সাথে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। তখন উপস্থিত সাক্ষী ও র্যাব সদস্যদের সম্মুখে ধৃত আসামী দ্বয়ের দেখানো এবং পিকআপ গাড়ীর পিছনে ট্রিপলের নীচে সবজির ভিতর হতে নিজেদের হাতে ০৩টি পাটের বস্তা বের করে দেয় যার ভিতর সর্বমোট ৪৪ কেজি গাজা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।