কর্ণফুলী সংবাদদাতা >>>চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকায় এঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের চরম আতঙ্ক বিরাজ করছে।
আহত দেলোয়ার হোসেন জানান, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ সাড়ে তিন লাখ টাকা, বিকাশ, নগদ লেনদেনের মোবাইলসহ বাড়ি ফিরছিলেন। তাকে পিছু নেওয়া কয়েকজন যুবক পিছন থেকে তার মাথায় কোপ দেয়। মুহুর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তারা ব্যাগে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তিনি বলেন, ঘটনার জড়িতদের শনাক্ত করতে এবং টাকা, মোবাইল উদ্ধারে পুলিশ কাজ করছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

