আব্দুল্লাহ আল মারুফ, নিজস্ব প্রতিবেদক >>>
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক কেরানিহাট সী ওয়ার্ল্ড রিসোর্ট প্রাঙ্গন হতে,আনন্দ র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া মডেল মসজিদ সামনে এসে র্যালিটি শেষ হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য-অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুজিবুর রহমান জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল আলম সহ বিএনপি’র অঙ্গ-সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা।এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন,আজকের এই বিজয় মিছিলে আপনাদের একটি মেসেজ দিতে চাই, আজকে আমাদের জন্য অত্যন্ত সম্মানের গৌরবের দিন। আজকে সকালবেলা আমাদের নেতা তারেক রহমান সহ আমাদের অন্যান্য নেতারা,হাইকোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছেন।আগামী নির্বাচনে আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে একটি ভোটের বিপ্লব ঘটাবো। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সাতকানিয়া বিএনপি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।চট্টগ্রাম দক্ষিণ জেলা জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মুজিবুর রহমান বক্তব্যে বলেন, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে।আমরা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি,যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল চিন্তা ভাবনায় আছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, বিএনপি হলো জনগণের দল। এ দলের শক্তি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা। সেই শক্তিকে ভিত্তি করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব।

