জিয়া/ (নরসিংদী) শিবপুর প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর শিবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। লিটন চন্দ্র বর্মনকে আহবায়ক ও উজ্জ্বল চন্দ্র বর্মনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) এই কমিটি অনুমোদন করেছেন নরসিংদী জেলা পূজা ফ্রন্ট এর আহবায়ক দীপক কুমার বর্মন প্রিন্স ও সদস্য সচিব মিঠু রঞ্জন ধর যৌথভাবে এই কমিটি অনুমোদন করেছেন।
কমিটির অন্যান্যের মধ্যে বাবুল বনিক সিনিয়র যুগ্ন আহবায়ক, বিশ্বনাথ দেবনাথ যুগ্ম আহবায়ক, চিত্তরঞ্জন রায় যুগ্ন আহবায়ক,মানিক চন্দ্র ধর যুগ্ম আহবায়ক, সঞ্জয় কুমার বর্মন যুগ্ন আহবায়ক, বিকাশ মণ্ডল যুগ্ম আহবায়ক। কমিটির সদস্যদের মধ্যে হরিপদ ঘোষ, হারাধন ভৌমিক, রঞ্জন চন্দ্র বর্মন, বিদ্যুৎ চক্রবর্তী,ডাক্তার সুভাষ মন্ডল, তপন সূত্রধর,স্বপন চন্দ্র বর্মন,দুলাল রবিদাস, স্বপন রায়, বিমল চন্দ্র বর্মন, আশীষ কুমার ঘোষ, চয়ন কুমার দাস, রতন চন্দ্র বর্মন,বিষ্ণুচরণ মন্ডল, পিয়াস গৌড়,মদন রবিদাস,উজ্জল চন্দ্র বর্মন,পল্টু কর্মকার বিজয়,জনি চন্দ্র বর্মন,ডেলটন কুমার ঘোষ, কার্তিক সূত্রধর, লিটন চন্দ্র শীল,দয়াল চন্দ্র বর্মন। নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘের মন্দির (বানিয়াদী) এর নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি, কিশোর কুমার বর্মন ও সাধারণ সম্পাদক রাজন রায়।