
আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আমিলাইশ ইউনিয়নের তালতল এলাকার খাবারের হোটেল, বেকারিতে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৫ আগস্ট) উপজেলার আমিলাইশ ইউনিয়নের তালতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় তালতল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,মিষ্টি তৈরির উপকরণে পোকামাকড়ের উপস্থিতি,পোড়া তেলের ব্যবহার,বাসি মিষ্টির সিরার ব্যবহার, মূল্য তালিকা ও লাইসেন্স না থাকার দায়ে-প্রদীপ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।লাইসেন্স না থাকায় আরো দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক খোন্দকার মাহমুদুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার,আমিলাইশ ইউনিয়নের তালতল বাজারের প্রদীপ সুইটস নামের প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির ও লাইসেন্স না থাকার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দন্ডে আরও দুই প্রতিষ্ঠান কে,২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।