
জেলা প্রতিনিধি নড়াইল >>> কারা সহকারী মহাপরিদর্শক আবু তালেবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।শোক বার্তায় ড. ফরহাদ বলেন, আবু তালেব মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার জীবন চলার পথে সকলের কাছে তিনি ছিলেন অমায়িক, সহজ-সরল ও পরোপকারী ব্যক্তি। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. আবু তালেব আজ রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার নিকটতম আত্মীয় ইউপি সদস্য মো. সাবু সরদার। রবিবার মাগরিব বাদ তার নিজ বাড়ি গন্ডব গ্রামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় কারা কর্তৃপক্ষ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।জানা গেছে, ভোর ৪টার দিকে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।আবু তালেব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মো. মগবুল শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।তাঁর হঠাৎ মৃত্যুতে কর্মস্থলসহ তার নিজ মাতৃভূমি নড়াইলের লোহাগড়ার মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে। এছাড়া পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন