
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>>
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবিদ্বার উপজেলা সুবিল ইউনিয়ন ৪ ওয়ার্ডের নির্বাচনী প্রশিক্ষণ সভা গতকাল স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটায় ওয়াহেদপুর ইসলামীয়া আলিম মাদ্রাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নির্বাচনী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।সুবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ডাক্তার মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক দেবিদ্বার উপজেলা জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মোঃ সাইফুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমীন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম। ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, সুবিল ইউনিয়ন সুজনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব ফারুক আহমেদ মোল্লা, মোঃ নুরুন্নবী মাওলানা বিল্লাল হোসেন সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সকলের উদ্দেশ্যে বিগত দিনের দুঃশাসন কথা তুলে ধরে,,আধুনিক সমাজ বিনির্মাণে ন্যায় ইনসাফ ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামীকে আগামী নির্বাচনে একটিবার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। তবে অসুস্থতা জনিত কারণে নিজ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ সভায় উপস্থিত হতে পারেননি সুবিল ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ তাজুল ইসলাম।