মিজানুর কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) কতৃক বাস্তবায়িত হচ্ছে প্রভাতী শীর্ষক প্রকল্প।অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)” শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের জুলাই থেকে চলমান রয়েছে। এটি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চলমান একটি প্রকল্প যা বাংলাদেশ সরকার (GoB) ওআন্তর্জাতিক উন্নয়ন সংস্থা – “ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (IFAD) প্রকল্পটিতে অর্থায়ন করছে |হাট-বাজার উন্নয়নের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সুযোগ সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, বাজার সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন; ভোকশেনাল (Vocational) প্রশিক্ষণের মাধমে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং জীবিকায়ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে দারদ্রিতা হ্রাস- এ প্রকল্পটির অন্যতম উদ্দশ্যে ।এই লক্ষ্য বাস্তবায়নে দেশের উত্তর-মধ্যাঞ্চলের ৬টি জেলার ২৫টি উপজেলার মধ্যে কুড়িগ্রাম জেলা ৯ টি উপজেলাতেই প্রকল্পটি হাট-বাজার, গ্রামীণ সড়ক ও স্কুল কাম ফ্লাড সেল্টার উন্নয়ন, এবং এলসিএস কর্তৃক গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করে চলেছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় ১২ টি বাজারের মধ্যে ০৭ টি বাজারের উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং বাজারগুলি হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। বাজারগুলি এলসিএস (চুক্তিবদ্ধ শ্রমিক দল) সদস্য দ্বারা বাস্তবায়িত হয়েছে যেখানে ৭০% মহিলা ৩০% পুরুষ কাজ করেছে । যেহেতু বাজার উন্নয়নের ঠিকাদার এলসিএস সদস্যরা সুতরাং উন্নয়ন কাজ সমাপ্তের পর যে লভ্যাংশ হবে তা প্রকল্পের নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতার মাধ্যমে বিতরণ করতে হবে । ইফাদ (IFAD) এর মিড টার্ম রিভিউ মিশন উপলক্ষে নাগেশ্বরী উপজেলার ছিলাখানা হাটে এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণের মাধ্যমে কুড়িগ্রাম জেলায় লভ্যাংশ বিতরণের কার্যক্রম শুরু হয় ।পরবর্তীতে ফুলবাড়ী উপজেলার শিবের হাট ও ঘুঘুর হাট, নাগেশ্বরী উপজেলার স্কুলের হাট এবং সর্বশেষ রৌমারী উপজেলার সায়দাবাদ হাটে লভ্যাংশ বিতরণ করা হয়েছে। এদিকে, রৌমারী উপজেলায় প্রভাতী প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত সায়দাবাদ হাটের লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এসময়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপিসহ রৌমারী উপজেলা চেয়ারম্যান মোঃ ইমান আলী,উপজেলা নির্বাহী অফিসার এ বি এম সারোয়ার রাব্বী, উপজেলা প্রকৌশলী মোঃ মামুনুর রহমান, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরবেশ আলী । এছাড়াও প্রভাতী প্রকল্পে কর্মরত, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম মোঃ মঞ্জুরুল হক, মার্কেট সুপারভিশন, লাইভলিহুড অফিসার এবং রৌমারী উপজেলা প্রকৌশলী দপ্তর, মোঃ হেলাল উদ্দিন এলসিএস মনিটরিং কাম লাইভলিহুড অফিসার।সায়দাবাদ হাটের এলসিএস সদস্যদের লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মহোদয় লভ্যাংশের অর্থ আয়বর্ধক কার্যক্রমে ব্যবহার এর মাধ্যমে টেকসই জীবিকার উদ্যোগ প্রভাতী প্রকল্প গ্রহণ করায় সন্তুষ্টি প্রকাশ এবং ভবিষ্যতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কুড়িগ্রামকে আর্থ-সামাজিক উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।উন্নয়ন কার্যক্রম শেষে এলসিএস সদস্যদেরকে আয়বর্ধক কার্যক্রমের উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এরই ধারাবাহিকতায় সদস্যরা লভ্যাংশ প্রাপ্তির পর তারা প্রাপ্ত অর্থ দিয়ে আয়বর্ধক কার্যক্রমে ব্যয় করছে কিনা তা কুড়িগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী প্রকল্পের কর্মকর্তার মাধ্যমে খোঁজখবর নেন এবং পরামর্শ প্রদান করে থাকেন যাতে এলসিএস সদস্যরা জীবন ও জীবিকা উন্নয়নে নিজেরা আত্মনির্ভরশীল।#