
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি কুমিল্লা >>> কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার ইসলামিয়া ছুনিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় এক গর্বিত মুহূর্তে সম্মানিত হলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী।সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমরান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এ আন্তর্জাতিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী আবুল বাশার।বক্তব্যে অধ্যাপক ইমরান বলেন,আমি আজ যা কিছু, তার ভিত্তি গড়ে দিয়েছে এই মাদ্রাসা। এখানকার শিক্ষকরাই আমার জীবনের দিকনির্দেশনা দিয়েছেন। আমি চিরকাল কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের প্রতি।”তিনি আরও জানান, দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করাই তার দীর্ঘদিনের স্বপ্ন, এবং ভবিষ্যতে তিনি এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য কাজ করতে আগ্রহী।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছয়গ্রাম মাদ্রাসার অধ্যাপক জাহাঙ্গীর আলম খান, মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমেদ ও মাওলানা হাসানাত উল্লা ফারুকী, ফকির বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বাকশীমুল মাদ্রাসার আরবি প্রভাষক কাজী আল ইমরান, সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক কাজী মোস্তাফিজুর রহমান বাশারী।বক্তারা অধ্যাপক ইমরান হোসাইন আনসারী আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষায় অসাধারণ অবদান এবং এলাকার সুনাম বৃদ্ধিতে তার অবিচল ভূমিকার প্রশংসা করেন।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংবর্ধনা শেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে অধ্যাপক ইমরানের সুস্থতা, সফলতা এবং মাদ্রাসার উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।