
আব্দুল্লাহ আল মারুফ >>> বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দীকি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বিজিবির।বিজিবিতে বর্তমানে প্রায় ৫৭ হাজার সদস্য রয়েছে। তারা প্রতিনিয়ত দীর্ঘ ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করছেন। সম্প্রতি কক্সবাজারের উখিয়াতে একটি ব্যাটালিয়ন হয়েছে। আগামীতেও বিভিন্ন জায়গায় ব্যাটালিয়ন স্থাপনের পরিকল্পনা রয়েছে। জনবল সংকট মেটাতে শীগ্রই ৫ হাজারেরও কম বা বেশি জনবল বিজিবিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে বর্তমান সরকার আমাদের আশ্বস্ত করেছেন। এসব নবীন সৈনিকদের প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আসন্ন নির্বাচনে কাজে লাগাতে পারব।তিনি বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বক্তব্যের শুরুতে প্রধান অতিথি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বিজিবি’র ৮১৭জন অকুতোভয় বীর শহীদদের স্মরণ করেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।প্রসঙ্গত, ১০৩তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ চলতি বছরের ২৬ জানুয়ারি শুরু হয়। দীর্ঘ ২৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ৬৫৮ পুরুষ ও ৩৬ জন নারীসহ ৬৯৪ জন রিক্রুট সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সৈনিক জীবনে পদার্পণ করেন।