সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ সিলেট জেলা পর্যায়ে বিজয়ীদের চুড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেনী শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চারটি পর্যায়ে, সেগুলো হলো স্কুল,মাদ্রাসা, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান। সেইসাথে সিলেট জেলার সদর এর পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে উপজেলা পর্যায়ে বিজয়ীদের অংশগ্রহনে এই জেলা পর্যায়ে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ জেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে জৈন্তাপুর উপজেলা। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরীতে পুরো জেলার মধ্যে সেরা স্কুল হওয়ার গৌরব অর্জন করেছে জৈন্তাপুরের ১৫০ বছরেরও পুরোনো ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়।সেই সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেরা হয়েছে একই উপজেলার আমিনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউট। এছাড়াও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( কারিগরী) হয়েছেন একই উপজেলার আমিনা হেলালি টেকনিক্যাল ইন্সটিটিউট এর সুপার হেলাল আহমেদ ও শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক ( কারিগরি) একই প্রতিষ্ঠানের মরিয়ম বেগম সুমা, তিনি জৈন্তাপুর মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সহধর্মিণী । হেলাল আহমেদ ও মরিয়ম বেগম সুমা ২০২২ ও ২০২৩ পরপর দুইবার জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। এদিকে জেলা পর্যায়ে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী। এক অভিনন্দন বার্তায় তিনি জানান,৭ বছর এর কষ্টের সার্থকতা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এর গৌরব অর্জন করেছি।এ প্রাপ্তি আমার একার অবদানে নয়, আজ আমি বিদ্যালয়কে যে পর্যায়ে নিতে পেরেছি তার পেছনে সমস্ত অবদান আমার প্রিয় শিক্ষার্থীদের, আমার সম্মানিত অভিভাবকদের,আমার দক্ষ সহকর্মীদের,আমার পরিশ্রমী কর্মচারীদের, উপজেলা চেয়ারম্যান , ইউ,এন,ও মহোদয়ে, উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা আফিসের কর্মকর্তা কর্মচারীদের, থানার পুলিশ ভাইদের,সাংবাদিক ভাইদের উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের সহ স্থানীয় জনগণের। সকলের সহযোগিতায় আজ এ গৌরব অর্জন করেছি। এসময় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

