
কলমে নাজিয়া আফরিন ।।
একটা সময় আমি এমন থাকবোনা
একটা সময় সময়ও এমন থাকবেনা
একটা সময় শুধুই সময় যেতে দেয়া
একটা সময় ভুলগুলো সব শুধরে নেয়া
একটা সময় খুব অসহায়, অবিচারের আয়না দেখা
একটা সময় কথার ঝুড়ি ফুড়িয়ে গিয়ে নীরব থাকা
একটা সময় আঘাত গুলোই সবচেয়ে দামী
একটা সময় পথের পাশের কুকুর আমি
একটা সময় সব সময়ের গান গেয়ে যায়
রঙীন স্বপন, ঝর্ণা, হাওয়ার ঠান্ডা জলায়
একটা সময় জীবন মরণ সবই সমান
একটা সময় বেখেয়ালী অচেনা মান
একটা সময় আবেগ মাখা সূর্য্য হাসি
একটা সময় সোহাগী মন, প্রেমের ফাঁসি
একটা সময় শুঁয়োপোকার খোলস টানায়
একটা সময় সব ছেড়ে ঐ স্বর্গ ডানায়…