
মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌরসভার খান মার্কেটের হোটেল ব্যবসায়ীকে অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।সোমবার (৩০জুন) উপজেলার ঢাকা রোডে খান মার্কেটে (নয়ামুন্সি) এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে হোটেল ব্যবসায়ী মালেক মিয়া(৬০) ও আব্দুর রশিদ(৬০) জরিমানা করা হয়। ঐ হোটেল ব্যবসায়ীদ্বয়কে অ-পরিছন্ন,নোংরা পরিবেশ ও নানা অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ আইনে দুই হোটেলের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ-সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী জানান,অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯এর ৪৩ধারা অনুসারে আর্থিক জরিমানা করা হয়েছে। এই রকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।