
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এরপরই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা যেতে পারে।গতকাল শুক্রবার (২০ জুন) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে মোহাম্মদ ফেরদৌস আহমেদ ও মোঃ রুহুল আমীন খাঁনের যৌথ সঞ্চালনায় দেবিদ্বার উপজেলার এক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের আলোচনা প্রসঙ্গে ডা. তাহের জানান, অনেক বিষয়ে একমত হওয়া গেলেও কিছু বিষয়ে এখনও মতভেদ রয়েছে। তবে আলোচনার মাধ্যমে ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা চলছে।তিনি বলেন, জামায়াত প্রেসিডেন্ট নির্বাচনের বর্তমান নিয়মে পরিবর্তন চায়। দলটি প্রস্তাব করেছে, শুধু সংসদ সদস্য নয়, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের যুক্ত করে একটি ইলেক্টোরাল কলেজ গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা হোক। এতে দলনিরপেক্ষ, গ্রহণযোগ্য একজন ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারবেন বলে জামায়াত মনে করে।নির্বাচনের সময় প্রসঙ্গে জামায়াতের অবস্থান জানিয়ে ডা. তাহের বলেন, আমরা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা এপ্রিলের তারিখ ঘোষণা করেছেন, এমনকি ফেব্রুয়ারিতেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই।তিনি বলেন, জামায়াত সব সময় স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন চায়। ‘আমরা মনে করি, ডিসেম্বরেই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, এরপর জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে,বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে— এমন ধারণা নাকচ করে ডা. তাহের বলেন, আমরা আমাদের অবস্থান থেকে কথা বলছি, বিএনপি তাদের অবস্থান থেকে কথা বলছে। তবে সব দলের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক রয়েছে। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এ টি এম মাসুম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আমীর অধ্যাপক আব্দুল মজিদ, কুমিল্লা ৪ দেবিদ্বারের জামায়াত সমর্থিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেবিদ্বার আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর। জামায়াতে ইসলামী ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা। আয়নাঘরে নির্যাতিত মজলুম নেতা ব্যারিস্টার আরমান প্রমুখ। এ সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত মোহনপুর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম খাঁন মিজান,মাওলানা তাজুল ইসলাম মোঃ সুহেল আহমেদ , মোঃ মজিবুর রহমান সহ উপজেলার সকল চেয়ারম্যান পদপ্রার্থী ও কাউন্সিলরপার্থীগন উপস্থিত ছিলেন।