
এম নুরনবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করায় হুমকি-ধমকি ও হত্যাসহ মামলা তুলেনিতে বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী গৃহবধূ।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ঐ গৃহবধূ ও তার স্বামী।এসময় তারা জানান,গত বুধবার সন্ধ্যায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের নিজ বাড়িতে স্বামী-স্ত্রীর উভয়ের মাঝে হওয়া ঝগড়ার মিমাংসার কথা বলে স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করে উপজেলার সিরাজপুরের আক্কাছ উদ্দিন আকাশ ও ইমন ওরফে জুনা ইমন নামের দুই কিশোর গ্যাং লিডার।এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত কিশোর গ্যাং লিডার আক্কাস উদ্দিন আকাশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিপক্ষ মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঐ গৃহবধু।মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেহের আলী কামলা বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের কারণে গৃহবধূর স্বামী বাড়ি ছেড়ে চলে যান। ওই অবস্থায় রাতে অভিযুক্তরা গৃহবধূর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে বের করে আনে। পরে স্বামীকে খুঁজে দেওয়ার আশ্বাস দিয়ে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, “ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা গ্রহণ করে একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।