
এম এ শোয়েব দুলাল
কথা ছিল বৈশাখে তুমি আসবে
হেঁটে হেঁটে টাউন হল, পায়রা চত্বর পেরিয়ে
হোটেল নর্থভিউয়ে গল্প করে
চায়ের কাপে ঝর তুলবে।
চিকলিরবিলে ঘুরে বেড়ানোর কথা ছিল
কথা ছিল স্পিডবোটে পানিতে ভেসে ভেসে
জল কাব্য খেলায়
মেতে উঠবে।
মুন্সিপাড়ার বইবাড়িতে
কবিতা পড়ে কিছু সময় কাটিয়ে দিবে
তিস্তায় সাঁতারে সাঁতারে দুকূল ভাসাবে
কথা ছিল বৈশাখে তুমি আসবে।
১০/৪/২০২৫
হারাগাছ,রংপুর, বাংলাদেশ