
আমার একান্ত কোন মানুষ নেই
যার জন্য অপেক্ষা করা যায়,
যার জন্য নিজেকে একটু
গুছিয়ে রাখা যায়,
যার সাথে একটু কথা বলার জন্য
দীর্ঘ একটা সময় অবলিলায়
পার করে দেয়া যায়।
আমার আসলেই একান্ত কোন মানুষ নেই।
যাকে ভেবে একটা দীর্ঘ সময় পর
ঠোঁটের কোণে মুচকি একটা
হাসির উদয় হয়।
যার জন্য নিজেকে একটু সাজানো যায়,
যার জন্য ভালো না লাগা শর্তেও
কপালে টিপ পরা যায়,
হালকা রংয়ের লিপস্টিক বাদে
গাড়ো রংয়ের লিপস্টিকে নিজের
ঠোঁট রাঙ্গানো যায়।
আমার সত্যিই নিজের কোন মানুষ নেই।
অস্হির মুহুর্তে যে হাতটা শক্ত করে ধরে রাখে।
গভীর হতাশায় যার দিকে তাকিয়ে আশা মেলে।
ক্লান্তিতে যার গায়ে একটু হেলান দিয়ে
নিজেকে এলিয়ে রাখা যায়।
অনেক বেশি ভয়ে
যার বুক টা শান্তির আশ্রয় হয়।
আমার আসলেই তেমন কোন মানুষ নেই
যাকে শঙ্কাহীন ভাবে সব কথা বলা যায়,
যার হৃদয়ের খোলা আকাশে
বাধাহীন ভাবে উড়া যায়।
যাকে নিজের সর্বশ্য মেনে নিয়ে
চিৎকার করে বলা যায়,
ভালবাসি,ভালবাসি,ভালবাসি
আমার আসলেই সে রকম
কোন মানুষ নেই।
(১/৪/২০২৫)