এম এ শোয়েব দুলাল
আর কত ফিলিস্তিনের মানুষ গনহত্যা হলে
যুদ্ধ থামাবে ইসরায়েল?
আর কত হাজার হাজার নারী,শিশু হত্যা হলে
জেগে উঠবে বিশ্ব বিবেক?
ফিলিস্তিনের গাজায় আর কত হাসপাতাল, মসজিদ, গীর্জা,স্কুল, ধ্বংস হলে যুদ্ধ থেমে যাবে?
হাসপাতাল,শরনার্থীশিবিরে বোমাবর্ষন করে মানুষ হত্যা কী
যুদ্ধের নিয়ম? না অত্যাধুনিক সভ্যতা?
না গনহত্যার লাইসেন্স পেয়েছে ইসরায়েল?
সৌদিআরব,মিশর,জর্ডান, ইরান,তুরস্ক লেবানন, সিরিয়া, আরব আমিরাত, বাহরাইন,তোমরা জেগে উঠো
পবিত্র আলআকসার জন্য।
ফিলিস্তিনি গন মানুষের জন্য।
গাজার আকাশের দখল নিয়েছে
ইসরায়েলের বোমারু বিমান।
গাজার বিশুদ্ধ বাতাসে বারুদের গন্ধ
পথে পথে দীর্ঘ হচছে লাশের শাড়ি
মানবতা ওখানে প্রশ্নবিদ্ধ।
গাজার পথে পথে ট্যাংক, সাঁজোয়াযান
চলছে স্থল অভিযান
গাজা এখন মৃত্যুর শহর
আর কত গন হত্যা দেখবে বিশ্ববাসী ফিলিস্তিনের গাজায়?
হারাগাছ,রংপুর বাংলাদেশ