
উপজেলা প্রতিনিধি,উখিয়া (কক্সবাজার) >>> কক্সবাজারের উখিয়ায় সীমানা বিরোধ নিয়ে আলোচিত ৪ মার্ডারের ঘটনায় এতিম শিশুদের দায়িত্ব নিলেন জেলা ও উপজেলা জামায়াত।রোববার রাতে উপজেলার রাজাপালং ইউনিয়ন কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় নিহত আব্দুল মান্নানের এতিম ২ শিশুকে আনুদান তুলে দেওয়া হয়৷ সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় পরিবারকে৷একই ঘটনায় নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুনের দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন জেলা জামায়াতের আমীর মওলানা নুর আহমদ আনোয়ারী।জানা যায়, গত ৬ এপ্রিল সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে আপন চাচাতো-জেঠাতো ভাইবোনের মধ্যে সংঘর্ষে কুতুপালং বাজার মসজিদের খতিব ও জামায়াত ওয়ার্ডের আমীর নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শ্বশুর বাড়ি সোনারপাড়া থেকে কুতুপালং বাপের বাড়িতে বেড়াতে আসা শাহিনা বেগম (৪০) নিহত হয়।চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরেক বড় বোন রওশন আরা মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহার ২টি সন্তান ও আব্দুল মান্নানের ২টি সন্তান রয়েছে। তাদের পিতা হারানোর পর থেকে আর কেউ এই এতিম শিশুদের খোঁজখবর নেনডনি।উপজেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা নুরুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে একটি মর্মান্তিক ঘটনায় আপন ৪ চাচাতো জেঠাতো ভাইবোন নিহত হয়। সেখানের মধ্যে নিহত দু’জনের ছোট ছোট ৪টি শিশু রয়েছে। এই এতিম শিশুদের দায়িত্ব জেলা ও উপজেলা জামায়াত নিয়েছেন৷উপজেলা জামায়াতের আমীর মওলানা আবুল ফজল জানান, কুতুপালং একটি ট্রাজেডিতে ৪ জন নিহত হয়েছেন। সেখানে নিহত ২ জনের ৪ সন্তান আছে। তাদের পিতা হারানোর পর কেউ তাদের খোঁজখবর রাখেনি এমতাবস্থায় জেলা ও উপজেলা জামায়াত তাদের ভরনপোষণের দায়িত্ব নিয়েছেন।